শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | রাগ পড়ল গাছের ওপর, কৃষকের উপর বদলা নিতে লক্ষাধিক টাকার গাছ কাটল দুষ্কৃতীরা

Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৪ ১৪ : ০৭Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: চাষির উপর রাগ মেটাতে নিশানা করা হল চারাগাছ। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তিনটি নার্সারির প্রায় ৮ লক্ষ টাকার গাছ কেটে দিল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের নবাতকাটি গ্রামের বাসিন্দা নুর ইসলাম মোল্লা কয়েক বিঘা জমির ওপর তিনটি বড় নার্সারি করেছেন। গত কয়েক বছর ধরে ওই নার্সারি থেকে ফল ও বনসাই-সহ বহু রকমের গাছ রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। গাছ পাঠানো হয় ভিনরাজ্যেও। ওই তিন নার্সারির ওপর শতাধিক মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। বেশ কিছুদিন ধরে নার্সারিতে কর্মরত মজুরদের বিভিন্ন প্রান্ত থেকে কাজ না-করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু সে সব উপেক্ষা করে মজুররা সেখানে কাজ করছেন। তারপর থেকে রাতের অন্ধকারে প্রায়ই দুষ্কৃতীরা নার্সারির গাছ কেটে দিচ্ছিল। নার্সারির মালিক নুর ইসলাম বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। রবিবার রাতে দুষ্কৃতীরা ফের তিন নার্সারিতেই হামলা চালায়। নার্সারির বহু দামি দামি গাছ দুষ্কৃতীরা কেটে দিয়েছে। রাতভর সেখানে তারা কার্যত তাণ্ডব চালিয়েছে। 

 

শনিবার সকালে নার্সারির কর্মীরা গিয়ে দেখেন, লোহার বেড়া কেটে দুষ্কৃতীরা নার্সারিতে ঢুকে প্রায় সব গাছ কেটে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নার্সারির মালিক নুর ইসলাম। তিনি বলেন, 'কয়েক বিঘা জমির উপর আমার তিনটি নার্সারি রয়েছে। নার্সারির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শতাধিক মানুষের রুটিরুজি জড়িয়ে রয়েছে। গত আগস্ট মাস থেকে দুষ্কৃতীরা আমাদের নার্সারির উপর হামলা চালিয়ে যাচ্ছে। রবিবার রাত ধরে মোট পাঁচবার হামলা চালানো হল। নার্সারির বহু মূল্যবান গাছ দুষ্কৃতীরা কেটে দিয়েছে। প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।' 

 

নার্সারির কর্মী আজিবর গাজি বলেন, 'আমরা যাতে নার্সারিতে কাজে না-আসি, তার জন্য লোক মারফত আমাদের হুমকি দেয়া হচ্ছিল। আমরা বেকার ছেলে। নার্সারিতে কাজ করে আমাদের সংসার চলে। দুষ্কৃতীরা তিনটি নার্সারির সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে।' নার্সারির মালিক স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। কারা গাছ কাটল পুলিশ তা তদন্ত করছে।


#North 24 Pargana# West Bengal# West Bengal News



বিশেষ খবর

নানান খবর

former-indian-prime-minister-manmohan-singh-passes-away-at-92-gnr

নানান খবর

ট্রেনের ধাক্কায় কেটে গিয়েছিল পা, অ্যাম্বুলেন্স আহত সারমেয় পৌঁছল হাসপাতালে, হল অপারেশন...

জেলা সদর চুঁচুড়ার ত্রাস "ভোলা", লাঠি হাতে পাহারায় ব্যবসায়ীরা...

এক ওভারে পরপর তিনটি ছয়, রাগে ব্যাটসম্যানকে খুনের চেষ্টা...

জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হানা, নেকড়ের কামড়ের শিকার ১৫ জন, উত্তেজিত জনতা...

কালনায় ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল তিন জনের, গুরুতর আহত এক...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...

বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...

আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো,  র‍্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...

বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...

বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...

অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...



সোশ্যাল মিডিয়া



11 24